রোবট গাড়ির জন্য `স্মার্ট সিটি` তৈরি করবে টয়োটা!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০, ১০:৫৩
দুই হাজার ব্যক্তির বসবাসের উপযোগী একটি "ভবিষ্যতের শহর" এর পরিকল্পনা উন্মোচন করেছে গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টয়োটা। যেখানে স্ব-চালিত যানবাহন, স্মার্ট প্রযুক্তি এবং রোবোটের সহায়তায় বসবাসের পরীক্ষা করবে তারা। উভেন সিটি নামে অভিহিত এই উচ্চাভিলাষী এই প্রকল্পটি আগামী বছর টোকিও থেকে ৬০ মাইল দূরে জাপানের মাউন্ট ফুজি পাদদেশে শুরু হবে।